শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫, কার্তিক ৯ ১৪৩২, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

খেলা

বরিশালকে উড়িয়ে দ্বিতীয় স্থানে খুলনা

 প্রকাশিত: ১৯:৪৮, ৪ ডিসেম্বর ২০২০

বরিশালকে উড়িয়ে দ্বিতীয় স্থানে খুলনা

শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি বরিশাল। তামিম-ইমনের দারুণ জুটি বিদায়ের পর মিডল অর্ডারে আশা জাগিয়েছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর পেরে উঠেনি ফরচুন বরিশাল। উল্টো তামিমদের উড়িয়ে শুক্রবার বঙ্গবন্ধু টি-২০ কাপে ৪৮ রানের দারুণ জয় পেয়েছে জেমকন খুলনা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে খুলনা করে ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে বরিশাল অলআউট এক বল বাকি থাকতে ১২৫ রানে। ৫ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিব-মাহমুদ্ল্লাহরা। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে পাঁচ ম্যাচে চতুর্থ হারে চতুর্থ স্থানে ফরচুন বরিশাল।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিল ফরচুন বরিশালের। তামিমের সঙ্গে ইমনের জুটি সাবলিল ঢঙে রান তোলা শুরু করেছিল। দলীয় অষ্টম ওভারে খুলনার হয়ে ব্রেক থ্রু এনে দেন শুভাগত হোম। এক ওভারেই তিনি ফেরান বরিশালের দুই ওপেনারকে। ৭.২ ওভারে ব্যাট চালাতে গিয়ে স্টাম্পে বল টেনে আনেন ২৬ বলে ১৯ রান করা ইমন। ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে জহুরুলের তালুবন্দী হন তামিম ইকবাল। ২১ বলে ৩২ রানের ইনিংসে বরিশাল অধিনায়ক চার হাঁকান চারটি, ছক্কা একটি।

পরের ওভারে দলীয় স্কোরে দুই রান যোগ হওয়ার পর বিদায় নেন আফিফ হোসেনও। তিন বলে তিন রান করা আফিফ হন রান আউট। ৬০ রানে তিন উইকেট হারানো বরিশালকে এগিয়ে নিতে থাকেন চতুর্থ উইকেট জুটিতে তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কর।

দলীয় ৯১ রানের মাথায় শুক্করকে (১৬) ফেরান সাকিব। অপর প্রান্তে হৃদয় ছিলেন ছন্দে। তার ব্যাটেই রান আসতে থাকে। কিন্তু শেষের দিকে বলের চেয়ে আস্কিং রান রেট ছিল অনেক বেশি। দরকার ছিল ঝড়ো ব্যাটিংয়ের। বরিশালের কোন ব্যাটসম্যান সেই কাজটি করতে পারেনি। ২৭ বলে ৩৩ রান করে তৌহিদ হৃদয় সাজঘরে ফিরলে আরও ঝিমিয়ে পড়ে বরিশাল। হৃদয়ের আউট হওয়ার আগেই হাসান মাহমুদের বলে নেন অঙ্কন (১০)। মিরাজ আউট ১ রানে।

বল হাতে খুলনার হয়ে চমক দেখান হাসান মাহমুদ। ৪ ওভারে ১৮ রানে তিনি নেন চার উইকেট। শহিদুল ও শুভাগত দুটি, সাকিব ও আল আমিন নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও চ্যালেঞ্জিং স্কোর গড়ে জেমকন খুলনা। দলীয় ১৯ রানের মাথায় বিদায় নেন জহুরুল ইসলাম তাসকিনের বলে বোল্ড হয়ে। ১০ বলে দুই রান জহুরুলের।
দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য খুলনার মুখে হাসি ফোটান জাকির আলী ও ইমরুল কায়েস। এই জুটি দলকে টেনে নিয়ে যান ১০৯ রান অবধি। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলা ইমরুল কায়েসকে ফিরিয়ে জুটি বিচ্ছিন্ন করেন কামরুল ইসলাম রাব্বি। ৩৪ বলে ৩৭ রান করে ফেরেন ইমরুল। দুটি চারের সঙ্গে ছক্কা হাঁকান একটি।

ইমরুল ফিফটি না পেলেও জাকির পেরেছেন। ৪২ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলে তিনি তাসকিনের শিকার। ১০টি চার বাউন্ডারি ছিল তার ইনিংসে, নেই কোন ছক্কা। টু ডাউনে নামা সাকিব বরাবরের মতো ব্যর্থ। দুই চারে আশা জাগালেও বড় হয়নি ইনিংস। ১০ বলে ১৪ রানে তিনি ফেরেন তানবিরের বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে। পাচ ম্যাচে সাকিবের রান ৫৫, কোন ম্যাচে টপকাতে পারেননি ১৫ রানের দেয়াল।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে খেলেন ২৪ রানের খণ্ড ঝড়ো ইনিংস। ছক্কা না পেলেও হাঁকিয়েছেন চারটি চার। শেষের দিকে একটি বল খেলার সুযোগ হাতছাড়া করেননি আরিফুল, হাঁকান ছক্কা। বিশ ওভারে খুলনার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ১৭৩ রান।

বল হাতে বরিশালের হয়ে সবচেয়ে সফল কামরুল ইসলাম রাব্বি। ৪ ওভারে ৩৩ রানে তিনি তুলে নেন তিন উইকেট। তাসকিন দুটি, তানবির নেন একটি করে উইকেট।

অনলাইন নিউজ পোর্টাল