সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঘানির বিপুল অর্থ নিয়ে দেশত্যাগের অভিযোগ তদন্ত করবে যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ২১:৩৪, ৮ অক্টোবর ২০২১

ঘানির বিপুল অর্থ নিয়ে দেশত্যাগের অভিযোগ তদন্ত করবে যুক্তরাষ্ট্র

গত আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট আশরাফ ঘানির বিপুল অর্থ নিয়ে দেশত্যাগের অভিযোগের তদন্ত করবে যুক্তরাষ্ট্র। 

প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত মাসে টুইটারে পোস্ট করে একটি লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন, তার বিরুদ্ধে দেশ ছাড়ার সময় ১৫০ মিলিয়ন ডলার নিয়ে পালিয়ে যাওয়ার তথ্য সম্পূর্ণ বানোয়াট। তিনি রক্তপাত এড়াতেই গোপনে দেশ ছেড়েছেন। কিন্তু ঘানির বিরুদ্ধে অভিযোগ থামেনি।

যুক্তরাষ্ট্র সরকারের এক প্রতিনিধি বলেন, আমরা এখনো তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাইনি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটি তার সংস্থাকে অভিযোগটি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল