মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বিএনপির মনোনয়ন: মেহেরপুরে দুপক্ষে সংঘর্ষ, ভাঙচুর-অবরোধ ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

পর্যটন

নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু

 প্রকাশিত: ১৫:২৭, ৪ নভেম্বর ২০২৫

নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেপালের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গে আরোহণের চেষ্টাকালে একজন অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার পর্যটন কর্মকর্তারা এ তথ্য জানান।

৪৯ বছর বয়সি চিন-তারক চান গত ২৯ অক্টোবর তিব্বত সীমান্তের কাছে পর্বতটিতে আরোহণের সময় অসুস্থ হয়ে পড়েন। কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম এএফপি’কে জানান, চিন-তারক ৬ হাজার ১০০ মিটার উচ্চতায়  মারা গেছেন। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

গৌতম আরো বলেন, ‘ক্যাম্প ৩ থেকে তার মরদেহ ক্যাম্প ২-এ আনার চেষ্টা করা হচ্ছে। তার মরদেহ হেলিকপ্টারে করে কাঠমাণ্ডুতে ফিরিয়ে আনা হবে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’
 
৮কে এক্সপিডিশনস-এর ব্যবস্থাপনা পরিচালক লাকপা শেরপা বলেন, চ্যান গত বছরও হিমলুং-এ আরোহণের চেষ্টা করেছিলেন। লাকপা’র কোম্পানির মাধ্যমে অস্ট্রেলিয়ান এই পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন তিনি।

লাকপা শেরপা এএফপিকে বলেন,  স্বাস্থ্যগত  কারণে তিনি সেখানে যেতে পারেননি।

অভিযান সংস্থাটি জানিয়েছে, চ্যানের মৃতদেহ কাঠমাণ্ডু ফিরিয়ে আনার জন্য তারা পরিবারের সদস্যদের ও অস্ট্রেলিয়ান দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অন্নপূর্ণা ও মানাসলু পর্বতমালার উত্তর-পূর্বে হিমলুং হিমাল অবস্থিত।

শরৎ মৌসুমে প্রায় ৪০০ আরোহী পর্বতটিতে আরোহণ করেন। সাধারণত আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত এ আরোহণ চলে।

গত মাসে একজন ফরাসি ও একজন দক্ষিণ কোরীয় পর্বতারোহী মাউন্ট আমা দাবলাম অভিযানের সময় মারা যান।

মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটির অবস্থানের দেশ নেপাল প্রতি বছর কয়েকশ পর্বতারোহীকে স্বাগত জানায়।