নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়।
নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর এবং ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় ভবনটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ফলে উক্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে প্রতীয়মান হয়।
এই প্রেক্ষাপটে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক এসবি পুলিশ সদস্য ২৪ ঘণ্টার জন্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করা হয়েছে।