মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বিএনপির মনোনয়ন: মেহেরপুরে দুপক্ষে সংঘর্ষ, ভাঙচুর-অবরোধ ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

রাজনীতি

যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ

 প্রকাশিত: ১৬:৪৪, ৪ নভেম্বর ২০২৫

যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ

যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটির দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে কম বয়সি ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন পেয়ে আলোচনার সৃষ্টি করেছেন।

সোমবার ২৩৮ প্রার্থীর সম্ভাব্য তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেশ কয়েকজন তরুণ প্রার্থীর নাম ঘোষণা করেন।

তার মধ্যে রয়েছে যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ।

এ ছাড়া যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানা মুন্নি, যশোর-৩ (সদর উপজেলা) আসনে অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নাম ঘোষণা করা হয়।

যশোর-৫ (মনিরামপুর) আসনে এখনও পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

দলীয় মনোনয়ন পেয়েই যশোরে ফিরেছেন সব নেতা। মঙ্গলবার তারা যশোর শহরে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

 

বয়স চল্লিশের রওনাকুল ইসলাম শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়াশোনা শেষ করেছেন। ২০২২ সালে তিনি ছাত্রদলের সভাপতি হন আর ২০২৩ সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্যের পদ পান।

স্থানীয়ভাবে তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী রফিকুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বড় ভাই মুস্তাফিজুল ইসলাম সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আরেক ভাই মোজাহিদুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। আর ছোট ভাই আযাহারুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

এই অবস্থার মধ্যেও শ্রাবণ জাতীয়তাবাদী রাজনীতির বার্তা নিয়ে তৃণমূলে গেছেন এবং নেতাকর্মীদের সংগঠিত করেছেন।

রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, “আমরা যারা ছাত্ররাজনীতি করি আমাদের সবার টার্গেট থাকে নিজ জেলা বা উপজেলায় জনগণের প্রতিনিধিত্ব করা। আমার আত্মবিশ্বাস ছিল, দল আমার দীর্ঘ দিনের ত্যাগ, পরিশ্রমের মূল্যায়ন করবে।

“আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমি চাই, কেশবপুরবাসী সবার মন জয় করেই, ধানের শীষ প্রতীকের হাত ধরেই এ আসনটিকে আমি উপহার দিতে চাই।”

একমাত্র নারী প্রার্থী হয়েছেন যশোর-২ আসনের সাবিরা সুলতানা মুন্নী। তিনি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তার স্বামী যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলামকে ২০১১ সালের ১৪ ডিসেম্বর অপহরণ করে হত্যা করা হয়।

সাবিরা সুলতানা মুন্নি বলেন, “আমার স্বামী নাজমুল ইসলামের অবর্তমানে আমি ঝিকরগাছা-চৌগাছাবাসীর কাছে আমার দায়িত্বের জায়গা থেকে এসেছিলাম। দীর্ঘ ১৫ বছর আমি কাজ করেছি। যুবসমাজকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সবার জনপ্রতিনিধি আমি হতে চাই।”

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “একটি বৃহৎ দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে। কিন্তু তারপরেও একজনকে বেছে নিতে হয়। সেই কারণে দল একজনকে বেছে নিতে পেরেছে।

“আমি বিশ্বাস করি, সবাই দেশের বৃহত্তর স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত করবার জন্য যার যার জায়গা থেকে কাজ করব।”

যশোরের আটটি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ২৪ লাখ সাত হাজার ৬৫৫ জন।