সোমবার ০৩ নভেম্বর ২০২৫, কার্তিক ১৯ ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

গণভোটের আলোচনায় ইউনূসকে ‘রেফারির ভূমিকায়’ চায় ধর্মভিত্তিক ৮ দল ১৯৪৯ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই, ছেলেদের বিরুদ্ধে ৫ মামলা ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ অভ্যুত্থানের পর প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড প্রাথমিকের সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাদ রাজনৈতিক দলগুলোই ঠিক করবে গণভোটের সময় এমপিওভুক্তির দাবিতে ফের লাগাতার অবস্থানে শিক্ষকরা নির্বাচনের ওপর `নির্ভর করছে` দেশ কোন দিকে যাবে: সিইসি জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২০ লঘুচাপ: উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৮ আপাতত ইউক্রেইনের জন্য কোনো টমাহক নয়: ট্রাম্প দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

পর্যটন

দুবলার চরে তিন দিনব্যাপী রাসমেলা শুরু

 প্রকাশিত: ১৬:৪৫, ৩ নভেম্বর ২০২৫

দুবলার চরে তিন দিনব্যাপী রাসমেলা শুরু

বাগেরহাট, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দুর্গম এলাকা আলোরকোল, দুবলার চরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা ও রাস পূজা উৎসব আজ সোমবার থেকে শুরু হয়েছে । 

এ উপলক্ষে আজ সকাল ৮টায় বনবিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মোংলার চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে শত শত পুণ্যার্থী স্কটসহ দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। নিরাপত্তা ব্যবস্থায় স্কট সহযাত্রা এবারই প্রথম।

পুণ্যার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং কেউ যাতে পথিমধ্যে বনাঞ্চলে প্রবেশ করে হরিণ শিকারের সুযোগ না পায় সেজন্য বনবিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাসমেলা, রাস পূজা ও পুণ্যস্নান নির্বিঘ্ন করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত সুন্দরবনে সব প্রকার পর্যটন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে কোনো পর্যটককে বন এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বনবিভাগের পাশাপাশি কোস্টগার্ডও সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘রাস উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জলদস্যু ও বনদস্যু দমনেও কঠোর অবস্থানে রয়েছে বনবিভাগ ও কোস্টগার্ড।’

এছাড়া দুবলার চরে পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত রয়েছে। বনরক্ষীরা গতকাল ও আজ প্লাস্টিক বর্জ্য অপসারণে কাজ করেছেন। পুণ্যার্থীদের প্লাস্টিক দ্রব্য ব্যবহার না করার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রতিবছর তিথি অনুযায়ী কার্তিকের শেষ বা অগ্রহায়ণের প্রথমার্ধে ভরা পূর্ণিমায় সুন্দরবনের দুবলার চরে এই রাসমেলা অনুষ্ঠিত হয়। ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূজা ও পুন্যস্নানের মাধ্যমে তারা আত্মিক পরিশুদ্ধি ও পরিপূর্ণতা লাভ করেন।