মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

রাজনীতি

`যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর

 প্রকাশিত: ১১:৩৮, ৪ নভেম্বর ২০২৫

`যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার দলের 'চূড়ান্ত' প্রার্থী তালিকা 'যথাসময়ে' ঘোষণা করা হবে।

১৫ দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “বিএনপি চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি, ২৩৭টা আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আবার প্রশ্নোত্তরে বলেছেন, এটি চূড়ান্ত নয়। এর মধ্যেও পরিবর্তন আসতে পারে।

"আমরা কিন্তু একবছর আগেই প্রায় বিভিন্নভাবে, আঞ্চলিকভাবে এই তালিকাটা আমরা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মত কেন্দ্রের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ ঘোষণা করব।"

জোটবদ্ধভাবে প্রার্থী ঘোষণার বিষয়টিও যে মাথায় রাখতে হচ্ছে, সে কথাও বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, "যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরো অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে, সেহেতু সবদিক বিবেচনা করেই যথাসময়ে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করব।"

বিএনপি সোমবার ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

জামায়াত ও বিএনপি বহু বছর জোটবদ্ধ হয়ে রাজনীতি করলেও ২০২৩ থেকে পরিস্থিতি পাল্টেছে। আর চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দুই দলের মতপার্থক্যের বিষয়গুলো আরো স্পষ্ট হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের পুরনো শরিকদের নিয়ে একসঙ্গে ভোট করার আলোচনায় আছে। অন্যদিকে জামায়াতসহ আটটি ধর্মভিত্তিক দল যুগপৎ আন্দোলনের পাশাপাশি জোটবদ্ধ ভোটের আলোচনায় রয়েছে।

ওমরাহ করার জন্য ১৯ অক্টোবর দেশ ছাড়েন জামায়াত আমির। তিনদিন পরে ২২ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। পরে যুক্তরাজ্য হয়ে দেশে ফেরেন।

তাকে অভ্যর্থনা জানাতে দলটির নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেন; দলটির দুইজন নায়েবে আমির ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সেখানে উপস্থিত ছিলেন।

প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিতে আরও ১৫দিন সময় বাড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।

তিনি বলেন, "প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার, ভোটের অধিকারটা ছিল না। এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং এ দাবি দাবি আমরা ছেড়ে দিইনি।

"এ দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি।"

প্রবাসীদের ভোটার তালিকায় সম্পৃক্ত করার উদোগ নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, "কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল কিন্তু সফটওয়্যার এখানে ইনস্টল করেছিল তা ঠিকঠাক ফাংশন করে নাই প্রোপারলি।

"যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেন নাই।"