মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বিএনপির মনোনয়ন: মেহেরপুরে দুপক্ষে সংঘর্ষ, ভাঙচুর-অবরোধ ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া

 প্রকাশিত: ১৫:৩৮, ৪ নভেম্বর ২০২৫

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে পৃথককারী সীমান্ত পরিদর্শনের এক ঘন্টা আগে উত্তর কোরিয়া একাধিক আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এএফপিকে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চীনা নেতা সি চিনপিংয়ের সাথে আলোচনার কয়েক মিনিট আগে পিয়ংইয়ং একই ধরণের অস্ত্র নিক্ষেপ করেছিল।

জেসিএস জানিয়েছে যে তারা পশ্চিম সাগরের, যা হলুদ সাগর নামেও পরিচিত, উত্তর অংশে প্রায় ১০টি আর্টিলারি রকেট নিক্ষেপ করার ঘটনা হয়েছে বলে শনাক্ত করেছে ।

শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা (০৬০০ জিএমটি) এবং সোমবার স্থানীয় সময় বিকেল ৪ টা (০৭০০  জিএমটি) এ রকেট ছোড়া হয়।

জেসিএস আরও জানিয়েছে, ‘প্রজেক্টাইললোর বিস্তারিত জানতে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ দ্বারা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।’

সোমবার হেগসেথ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সুরক্ষিত সীমান্ত পরিদর্শন করেন। আট বছরের মধ্যে প্রথম পেন্টাগন প্রধান হিসেবে এই সফর করেন।

হেগসেথের এই সফর এমন সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে পিয়ংইয়ং থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিমের সাথে ভবিষ্যতের বৈঠকের জন্য ‘ফিরে আসতে’ ইচ্ছুক।