ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য
									ত্রয়োদশ সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নির্ধারিত দেড় লাখ পুলিশ সদস্যের মধ্যে ৪৮ হাজার জনের নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
ভোটকে সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন ইউনিট গত দুই মাস ধরে নিজ নিজ অবস্থান থেকে প্রশিক্ষণ দিচ্ছে।
পুলিশ সদর দপ্তর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলছে, এরই মধ্যে ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং এই প্রশিক্ষণ চলমান থাকবে। এর আগে গত ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ‘ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স’ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলাই নির্বাচনি প্রশিক্ষণের মূল লক্ষ্য।"
পুলিশ সদর দপ্তর থেকে প্রশিক্ষণ কার্যক্রম ‘যথাযথভাবে’ দেখভাল করা হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইজিপি মাঠ পর্যায়ে নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য গত রোববার রাজশাহী ও বগুড়া সফর করেন। তিনি নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এ নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম উল্লেখ করে সদর দপ্তর বলছে, চলমান নির্বাচনি প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে।
ভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড় ৭ লাখ সদস্য নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন।