বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

খেলা

সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল

 প্রকাশিত: ১৬:২০, ৫ নভেম্বর ২০২৫

সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল

জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে প্রথম ড্র’র স্বাদ নিল চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ড্র করেছে তারা। 

প্রথম রাউন্ডে চট্টগ্রাম ১১২ রানের বড় ব্যবধানে হারায় রাজশাহী বিভাগকে। নিজেদের প্রথম ম্যাচে খুলনা বিভাগের কাছে ৭ উইকেটে হেরেছিল বরিশাল। তাই ২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল। 

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়। এসময় চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দিন শেষে ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছিল বরিশাল। ৮ উইকেট হাতে নিয়ে ১৯২ রানে পিছিয়ে ছিল তারা। দুই ব্যাটার জাহিদুজ্জামান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন সালমানের দারুণ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৯ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। ১২টি চারে ২৪২ বলে অনবদ্য ১২০ রান করেন সালমান। ৪৩ রানে আউট হন জাহিদুজ্জামান।  

চট্টগ্রামের হাসান মুরাদ ২টি, এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। এসময় বিনা উইকেটে ৩৫ রান করে তারা। মাহমুদুল হাসান জয় ২৫ ও সাদিকুর রহমান ১০ রানে অপরাজিত থাকেন। 

১৩৫ রানের টার্গেট রান তাড়া করতে নেমে ৯ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৯ রান করে বরিশাল। এরপর দু’দল ম্যাচটি ড্র মেনে নেয়। 

অপরাজিত ১২০ রানের সুবাদে ম্যাচ সেরা হন বরিশালের সালমান।