বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন `সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা চার দিন ভারী বৃষ্টি হতে পারে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক

আমাজনের পার্সেল কমায় ৪৮ হাজার কর্মী ছাঁটাই ইউপিএসের

 প্রকাশিত: ১৩:২৩, ২৯ অক্টোবর ২০২৫

আমাজনের পার্সেল কমায়  ৪৮ হাজার কর্মী ছাঁটাই ইউপিএসের

যুক্তরাষ্ট্রের শিপিং জায়ান্ট ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) ঘোষণা করেছে, তারা কমপক্ষে ৪৮ হাজার কর্মী ছাঁটাই করছে। এটি কোম্পানির বড় পুনর্গঠন পরিকল্পনার অংশ এবং আমাজনের পার্সেল ডেলিভারি কমানোর সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ইউপিএসের প্রধান অর্থ কর্মকর্তা ব্রায়ান ডাইকস জানান, কোম্পানির ড্রাইভার কর্মীর সংখ্যা গত এক বছরে প্রায় ৩৪ হাজার কমানো হয়েছে। যার এক-তৃতীয়াংশই গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন। সেসময় ‘স্বেচ্ছা অবসর কর্মসূচি’র আওতায় এটি করা হয়।

ইউপিএস আরও জানায়, তারা পুনর্গঠনের অংশ হিসেবে  আরও ১৪ হাজার পদ বাতিল করেছে। এর লক্ষ্য ‘আরও কার্যকর অপারেটিং মডেল’ তৈরি, যা বাজার পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারবে।

২০২৪ সালের শেষে বিশ্বব্যাপী ইউপিএসের মোট কর্মী ছিল ৪ লাখ ৯০ হাজার।

গত জানুয়ারিতে কোম্পানিটি জানায়, তারা ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ আমাজনের পার্সেল পরিবহন অর্ধেকের বেশি কমিয়ে আনবে। 

ইউপিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারল টোমে বলেছেন, এ পদক্ষেপ কোম্পানির অলাভজনক কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করতে সাহায্য করবে।

তিনি আরও জানান, আমাজনের চুক্তি কমার কারণে ইউপিএস যুক্তরাষ্ট্রে আরও ১৯টি ভবনের কার্যক্রম বন্ধ করেছে। এ নিয়ে এ বছরই মোট ৯৩টি ভবন বন্ধ করা হল।

তবে, ৩৫টি স্থাপনায় নতুন স্বয়ংক্রিয় প্রযুক্তি (অটোমেশন) চালু করা হয়েছে বলে জানিয়েছেন ইউপিএস কর্মকর্তারা।

কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১ দশমিক ৩ লাখ বিলিয়ন ডলার লাভ করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮ শতাংশ কম। রাজস্বও ৩ দশমিক ৭ শতাংশ কমে ২১ দশমিক ৪শ’ কোটি বিলিয়ন ডলারে নেমে এসেছে। 

তবে এ ঘোষণা পর ইউপিএসের শেয়ারমূল্য ৮ শতাংশ বেড়েছে।