রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
বাগেরহাটের রামপালে বিএনপি’র সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দলটির তিন কর্মী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।
তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
এই ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
এদিকে সভা শেষে ফেরার পথে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় যে তিন জন প্রাণ হারিয়েছেন, তারা আমাদের দলের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। আমরা তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’
বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।