বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক

চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর

 প্রকাশিত: ১৫:১০, ৫ নভেম্বর ২০২৫

চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চীনা পণ্যের ওপর ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে স্বাক্ষর করেছেন। 
এর মাধ্যমে চীনা নেতা সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি আলোচনার পর, তার চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ বছর প্রেসিডেন্ট হিসেবে আবারও দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকার অভিযোগে চীন থেকে আসা পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন।

তবে, গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও সি’র বৈঠককালে চীন এমন পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে যাতে সিন্থেটিক মাদক ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত ‘প্রিকার্সর’ (উৎপাদনের মূল উপাদান) রাসায়নিকগুলোর আমদানি ও রপ্তানি সীমিত করা হয়। 

ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা চীনা আমদানির ওপর অতিরিক্ত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। যা ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার ট্রাম্পের একটি আদেশ চুক্তির কাঠামোকে আনুষ্ঠানিকতা দিয়েছে। যদিও এই চুক্তির অধীনে চীনের সম্মতি পর্যবেক্ষণ করা হবে। 

প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পর ১০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত ‘টিট-ফর-ট্যাট’ শুল্ক স্থগিত করা হয়েছে। 

এই চুক্তিটি উভয় দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর একটি বড় পদক্ষেপ।