বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

খেলা

মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের

 প্রকাশিত: ১৬:৩৪, ৫ নভেম্বর ২০২৫

মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগের সাথে ড্র করল সিলেট বিভাগ। 

প্রথম রাউন্ডেও নিজ নিজ ম্যাচ ড্র করেছিল ঢাকা ও সিলেট। রংপুর বিভাগের সাথে ঢাকা এবং ময়মনসিংহের সাথে ড্র করেছিল সিলেট। ফলে ২ ম্যাচ শেষে সমান ৪ করে পয়েন্ট আছে ঢাকা ও সিলেটের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে ছিলেন তিনি।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির স্বাদ নেন মুশফিক। ঢাকার স্পিনার তাইবুর রহমানের বলে বোল্ড হন মুশফিক। ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বলে ১১৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয় সিলেট। প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল ঢাকা। 

বোলিংয়ে ঢাকা বিভাগের হয়ে ৫০ রানে ৪ উইকেট নেন পেসার রিপন মন্ডল। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ২০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৯৮ রানের সূচনা করে ঢাকা বিভাগ। ব্যক্তিগত ৩৬ রানে আউট হন আনিসুল ইসলাম ইমন। 

দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটিতে দলের লিড বড় করেন আরেক ওপেনার জিশান আলম ও আশিকুর রহমান শিবলি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে স্পিনার নাবিল সামাদের বলে ৯৪ রানে আউট হন জিশান। তার ১২৫ বলের সাজানো ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা ছিল। 

দলীয় ১৭৫ রানে জিশান ফেরার পর ২ উইকেটে ২২২ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। সিবলি ৫৯ ও মার্শাল আইয়ুব ১৬ রানে অপরাজিত থাকেন। 

২৪ রানের টার্গেটে খেলতে নেমে ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৩ রান করে সিলেট। এরপর ম্যাচটি ড্র মেনে নেয় দু’দলের ক্রিকেটাররা।

ঢাকার হয়ে প্রথম ইনিংসে ১২২ রান করায় ম্যাচ সেরা হন অধিনায়ক ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন।