মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

খেলা

মেহেরপুরে লাঠির লড়াই ছড়ালো মুগ্ধতা

 প্রকাশিত: ১৩:১৩, ৪ নভেম্বর ২০২৫

মেহেরপুরে লাঠির লড়াই ছড়ালো মুগ্ধতা

লাঠির লড়াইও যে মুগ্ধতা ছড়াই সেটি শুধুমাত্র লাঠিখেলা দেখলেই বোঝা যায়। আর গ্রামীণ এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এ লাঠিখেলা ।

গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার আজ সোমবার দুপুর ১২টার দিকে গাংনী ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লাঠিখেলা দেখতে আশপাশ ও দূরদূরান্তের চারটি লাঠিয়াল দল এ খেলায় অংশ নেয়।

ঢাকঢোল ও কাঁসার বাজনার তালে নাচেন লাঠিয়াল দলের সদস্যরা। লাঠির বিশেষ কসরতে আক্রমণ ও পাল্টা আক্রমণে রক্ষা ও প্রতিহতের উন্মাদনা চলে। আর এ দৃশ্য উপভোগ করতে ভিড় করেছে দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার দর্শক।

ঢাক-ঢোলের বাজনায় ও গানের তালে তালে এ লাঠি দিয়ে চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে কেউ কেউ ঝাঁপিয়ে পড়ছেন তালে-তালে। হাতে তালি ও হইহুল্লোড়ে লাঠিয়ালদের উৎসাহ জোগাচ্ছেন হাজারো দর্শক। ব্যাপক জনসমাগমে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে যেন এক উৎসবের আমেজ তৈরি হয়েছে।

প্রবীণ লাঠিয়াল মো. বাবু জানান, এক সময় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলা প্রচলিত ছিল। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে লাঠিখেলা এখন শুধুমাত্র প্রদর্শনী হিসেবে দাঁড়িয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাঠিয়াল দলগুলো আরও ভালো করবে। বিশ্বে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরবে বলে মনে করেন এই খেলোয়াড়।

ভোমরদহ গ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শক লিজন রহমান জানান, বিলুপ্তপ্রায় লাঠিখেলা হবে শুনে খেলা দেখতে এসে তিনি মুগ্ধ। এই লাঠিখেলাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। 

গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি মকবুল হোসেন মেঘলা বলেন, হাজারো দর্শক ভিড় জমিয়েছে এই খেলা দেখতে। এ খেলাকে আগামীতেও বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে।