মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২০ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি দুটি দল যা বলে সরকার ‘তাই করছে’: মির্জা আব্বাস যশোরে আলোচনায় ‘কম বয়সী’ প্রার্থী শ্রাবণ শাহজালালের ই-গেট খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর: পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ আগামী সপ্তাহে হাসিনার বিচার হবে: তথ্য উপদেষ্টা এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ভোট: প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত `যথাসময়ে` প্রার্থী ঘোষণা করবে জামায়াত: শফিকুর ফেরারি হলে ভোটে অযোগ্য, আর যা যা পরিবর্তন এল আরপিওতে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি মেক্সিকোর মাদক চক্র প্রভাবিত রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

লাইফস্টাইল

শীত উপলক্ষে আপনার হোম ফার্মেসিতে যা যা রাখবেন

 প্রকাশিত: ১৩:৫১, ৪ নভেম্বর ২০২৫

শীত উপলক্ষে আপনার হোম ফার্মেসিতে যা যা রাখবেন

প্রতি বছর এমন সময় থেকে শীত আসতে শুরু আমাদের দেশে। শীতের দিনের নানা আয়োজন ও আনন্দঘন মুহূর্তের পাশাপাশি সতর্কও থাকা উচিত সকলের। একটু অসতর্ক হলেই বিভিন্ন রোগ-ব্যাধির সম্মুখীন হতে হয়। তাই শীত আসার আগে বাসা-বাড়ির ফার্মেসিতে সাধারণ অসুস্থতার ওষুধগুলো সংগ্রহ করে রাখা উচিত।

এ বিষয়ে জার্মানের বিখ্যাত ফার্মাসিস্ট আলেকজান্ডার স্মিথ বলেন, শীত উপলক্ষে বাসা-বাড়িতে এ ওষুধগুলো রাখা জরুরি।

. জ্বরশরীর ব্যাথার জন্য

জ্বরের জন্য কার্যকরী ওষুধ: যেমন আইবুপ্রোফেন,প্যারাসিটামল এবং অ্যাসপিরিন রাখা যেতে পারে যা দ্বারা জ্বর কমানো এবং ব্যথা উপশম করা যায়।

থার্মোমিটার: যে কোনো মেডিসিন ক্যাবিনেটে থার্মোমিটার অপরিহার্য, বিশেষ করে শীতকালে।

২. গলা ব্যথা এবং কাশির জন্য-

লজেন্স: লজেন্স মুখ এবং গলায় আর্দ্রতা এনে দেয়। এতে লালা সৃষ্টি হয়। যা জ্বালাপোড়া, মিউকাস মেমব্রেনকে প্রশমিত করে।

ঔষধি চা: ঔষধি চা শ্লেষ্মা আলগা করতে, জ্বালা প্রশমিত করতে এবং শ্বাসনালীকে শান্ত করতে সাহায্য করে। 

৩. নাক বন্ধের জন্য-

ডিকনজেস্ট্যান্ট স্প্রে: ডিকনজেস্ট্যান্ট স্প্রে নাক বন্ধ রোধে ব্যাপক সাহায্য করে। তবে বেশি ব্যবহারের ফলে এই স্প্রেগুলিতে আসক্তির ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। অতএব, এগুলি একাধারে সর্বোচ্চ ৭ দিন ব্যবহার করা উচিত।

ফার্মাসিস্ট স্মিথ বলেন, ঠান্ডা এবং ইনফ্লুয়েঞ্জা মৌসুমে অন্যদের সংক্রামিত হওয়ার ঝুঁকি কমাতে হোম মেডিসিন ক্যাবিনেটে হ্যান্ড স্যানিটাইজার এবং একটি FFP2 মাস্ক রাখা উচিত। সেইসাথে হজমের সমস্যার জন্য ওষুধ, ক্ষতের মলম, কোল্ড কম্প্রেশন এবং ব্যান্ডেজ রাখার পরামর্শ দেন।

৪. উপযুক্ত অবস্থান

বাড়ির মেডিসিন ক্যাবিনেটের উপযুক্ত জায়গা সম্পর্কে স্মিথ বলেন, সেটি একটি শীতল, শুষ্ক জায়গা হবে। সেটা ঘুমানোর রুম বা বেসমেন্ট হতে পারে। তাছাড়া বাড়িতে শিশু থাকলে, অবশ্যই তাদের নাগালের বাইরে হতে হবে।

এটাও মনে রাখা উচিত কাশির সিরাপ খোলার পর বেশিদিন ব্যবহার না করা উচিত। অতএব, ওষুধের পাত্রে খোলার তারিখ লেখে রাখা ভালো।