সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১২ ১৪৩২, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ মেট্রোরেলে মৃত্যু: চোখের জলে বিদায় আজাদকে জামালপুরে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোট সামনে রেখে ‘বৃহৎ জোট গঠনের ভাবনা’ বিএনপির ৪২৭৬১ কেন্দ্রে হতে পারে ভোট নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ: ইসি সচিব ভোটে কার কাজ কী, জানাতে আন্তঃমন্ত্রণালয় সভায় বসছে ইসি সংস্কার–নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয়: অন্তর্বর্তী সরকার ঢাকার মেট্রোরেল: সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক মেট্রোরেল চলছে ‘পুরো পথে’ আফগানিস্তানের সঙ্গে আলোচনার মধ্যেই সীমান্তে সংঘর্ষ, প্রাণহানির খবর দিল পাকিস্তান চাকরি ছাড়লেন কেলি, নতুন ট্রেনারের সন্ধানে বিসিবি

খেলা

আমি চাই দল চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন

 প্রকাশিত: ১৬:০৯, ২৭ অক্টোবর ২০২৫

আমি চাই দল চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন

আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দল কঠিন পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখে পড়ুক, এমনটাই চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

আজ চট্টগ্রামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিটন জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজ মিলিয়ে মোট ছয় ম্যাচকে গুরুত্বসহকারে দেখছে দল।

লিটন বলেন, ‘সত্যি বলতে, আমি চাই আমাদের খেলোয়াড়রা দুই সিরিজে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ুক। ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচ খেলার পর আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলব। বিশ্বকাপের আগে আমরা মোট ছয় ম্যাচ খেলার সুযোগ পাব। আমি চাই দল যেন প্রতি ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়ে এবং চাপের মুখে ঘুরে দাঁড়াতে পারে। তাহলেই আমাদের প্রস্তুতি দুর্দান্ত হবে।’

লিটন আরও জানান, চ্যালেঞ্জ এবং চাপের মুখোমুখি হলে টি-টোয়েন্টিতে প্রস্তুতির মূল্যায়ন ভালভাবে করা যাবে। যা ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল প্রস্তুতিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমি ম্যাচের মধ্যে চ্যালেঞ্জগুলির কথা বলছি। আমি চাই বোলাররা চাপের মধ্যে ভাল পারফর্ম করুক এবং ব্যাটাররাও যে কোনও পরিস্থিতিতে জ্বলে উঠুক।’ 

আগামীকাল থেকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এই দু’টি দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত আছে বাংলাদেশের।