ইউরোপ জমিয়তের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপে শাখার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) লন্ডনের ফোর্ড স্কয়ারের সেমিনার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
শাখা সহসভাপতি মুফতি মাওলানা জিল্লুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাওসুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্রিটেনের বিভিন্ন টাউন থেকে ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় ইউরোপ জমিয়তের জন্য লন্ডনে একটি মারকাজ তথা ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দেওয়ার জন্য পূর্ণাঙ্গ একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার জন্য জায়গা কেনাকরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।