সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১২ ১৪৩২, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ মেট্রোরেলে মৃত্যু: চোখের জলে বিদায় আজাদকে জামালপুরে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোট সামনে রেখে ‘বৃহৎ জোট গঠনের ভাবনা’ বিএনপির ৪২৭৬১ কেন্দ্রে হতে পারে ভোট নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ: ইসি সচিব ভোটে কার কাজ কী, জানাতে আন্তঃমন্ত্রণালয় সভায় বসছে ইসি সংস্কার–নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয়: অন্তর্বর্তী সরকার ঢাকার মেট্রোরেল: সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক মেট্রোরেল চলছে ‘পুরো পথে’ আফগানিস্তানের সঙ্গে আলোচনার মধ্যেই সীমান্তে সংঘর্ষ, প্রাণহানির খবর দিল পাকিস্তান চাকরি ছাড়লেন কেলি, নতুন ট্রেনারের সন্ধানে বিসিবি

শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র ৮২,২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

 প্রকাশিত: ১৫:৫৯, ২৭ অক্টোবর ২০২৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র ৮২,২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে। 

এ বছরই প্রথম প্রায় ২৫ হাজার ৭০৮ শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। 

এরমধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে ১৫ হাজার ২৯৮ জন ও দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে জীববিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৮২১ জন।

আজ সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ২৫ হাজার ৭০৮ জন শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।’

পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা খাতাগুলো দেখার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১,৩০,৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এটি টানা বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। 

এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ করতে পারেনি। 

এবার শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। 

শতভাগ ফেল করা ৩৫টি কলেজে সতর্কীকরণের চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। 

নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল ভালো না করতে পারলে সংশ্লিষ্ট কলেজগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।