বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির গুলি, যুবক নিহত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা ভোটের আগে সরকারের বিতর্কিত ব্যক্তিদের চলে যেতে হবে: আমীর খসরু ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ডেঙ্গু: ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ রোগী জুলাই শহীদের মেয়েকে দলবেঁধে ধর্ষণ: তিন কিশোর আসামির সাজা নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৫ কোনো চাপের কাছে ইসি ‘নতি স্বীকার করবে না’: সিইসি বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়: আইন উপদেষ্টা কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২ ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা কারাগারে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক

খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

 প্রকাশিত: ১৬:৪৮, ২২ অক্টোবর ২০২৫

খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো আধাসামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে।

সুদানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাজধানী খার্তুম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বুধবার ‘ভোরে খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো আটকে দেয়। র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর প্রতি ইঙ্গিত করে তিনি  বলেন, একটি ‘সন্ত্রাসী মিলিশিয়া’ ড্রোনগুলো উৎক্ষেপণ করে। আরএসএফ ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো বুধবার বিমানবন্দরটি অভ্যন্তরীণ বিমানের জন্য পুনরায় খোলার কথা ছিল।

মঙ্গলবার ভোরে বিমানবন্দরের কাছের একটি এলাকায় অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরএসএফ হামলার দায় স্বীকার করেনি, তবে এটি সাম্প্রতিক মাসগুলোয় সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ব্যবহার করার জন্য বারবার অভিযুক্ত হয়েছে।

বিস্তৃত এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট তৈরি হয়েছে।