সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১২ ১৪৩২, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকার মেট্রোরেল

সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট

 প্রকাশিত: ১৪:১৯, ২৭ অক্টোবর ২০২৫

সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট

অবিলম্বে মেট্রোরেল ও ঢাকার ভেতরের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাই এবং মান নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নিরুপণে একটি কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে গত বছরের ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে করা কমিটির অনুসন্ধানও রিপোর্ট দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ঢাকা ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ), ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডকে রিটে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম আজাদ (৩৫) নামের এক পথচারী।