টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত

পশ্চিম আফ্রিকায় দাতব্য মিশনে যাওয়ার সময় টোগোতে একটি বাস এক সেতু থেকে পড়ে গেলে এতে পাঁচ ফরাসি নাগরিক নিহত হয়েছেন, বুধবার একাধিক সূত্র এএফপিকে এ তথ্য জানায়।
মার্সেই থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, উপকূলীয় দেশটির কেন্দ্রস্থলে মঙ্গলবারের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে টোগো সরকার নিহতদের সংখ্যা পাঁচজন এবং আহত আটজনের নাম জানিয়েছে, তবে নিহতদের জাতীয়তা উল্লেখ করেনি।
টোগোর বিবৃতিতে আরো বলা হয়েছে, একটি মিনিবাসের সামনের চাকা ফেটে যাওয়ার ফলে’ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়োমাবুয়া নদীর সেতু থেকে নীচে পড়ে যায়।
নিহতরা ছিলেন লায়ন্স ক্লাব দাতব্য সংস্থার সদস্য। তারা প্রতিবেশী বেনিনে একটি প্রসূতি ক্লিনিক খোলার উদ্দেশে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে তিনজনের জন্মস্থান ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লা সিওটাতে বলে জানান সেখানকার গ্রুপ শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন।