শনিবার ১০ জানুয়ারি ২০২৬, পৌষ ২৭ ১৪৩২, ২১ রজব ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে হতাহত ১৬ আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ইরানে বড় সরকারবিরোধী বিক্ষোভ, তেহরানের সড়কে মানুষের ঢল ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

খেলা

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নের মুকুট রংপুর রাইডার্সের

 প্রকাশিত: ১১:১৮, ৭ ডিসেম্বর ২০২৪

গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নের মুকুট রংপুর রাইডার্সের

রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিলেন জ্যাকসন স্মিথ। এলো সেই মাহেন্দ্রক্ষণ।

প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছে যাওয়া রংপুর রাইডার্স পরলো চ্যাম্পিয়নের মুকুট। ধারাবাহিকতা ধরে রাখার ফলও হয়তো পেল ফ্র্যাঞ্চাইজিটি।  

শনিবার সকালে গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রংপুর। ওই রান তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ফ্র্যাঞ্চাইজিটি। এবার জিতেছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া গ্লোবাল সুপার লিগের শিরোপা, পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে টুর্নামেন্টটিতে।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় রংপুর। দলের দুই ওপেনারই হাফ সেঞ্চুরি তুলে দেন। ১৪তম ওভারের শেষ বলে গিয়ে যখন উদ্বোধনী জুটি ভাঙে, তখন দলের রান ১২৪।

৪ চার ও সমান ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করে আউট হয়ে যান স্টিভেন টেলর। তবে আরেক ওপেনার সৌম্য সরকার অপরাজিত থাকেন শেষ অবধি। ৭টি চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৮৬ রান করেন তিনি।

পাঁচ দেশের পাঁচ দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের খাতায়ও সবার উপরে নিজের নাম তোলেন সৌম্য। ৫ ম্যাচে দুই হাফ সেঞ্চুরি ও ১৪২.৪২ স্ট্রাইক রেটে ১৮৮ রান করেছেন তিনি। দুই ওপেনারের পরের ব্যাটাররা অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। রংপুরের রানও তাই দুইশ ছাড়ায়নি।

রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি ভিক্টোরিয়ার জন্যও। যদিও চতুর্থ ওভারে ১৫ বলে ১৬ রান করা ব্লাক ম্যাকডোনাল্ডকে আউট করেন কামরুল ইসলাম রাব্বি। তবে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৪ রান তোলে ভিক্টোরিয়া।  

অষ্টম ওভার থেকে ধাক্কা খেতে শুরু করে ভিক্টোরিয়া। ওই ওভারের প্রথম বলে সঞ্জয় কৃষ্ণমূর্তিকে বোল্ড করেন হারম্রিত সিং। ১২ বলে ১০ রান করেছিলেন এই ব্যাটার। পরের ওভারে ৫ বলে ২ রান করা জনাথন ওয়েলস শিকার হন রিশাদ হোসেনের।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভিক্টোরিয়ার হয়ে অনেকটা একাই লড়ে যাচ্ছিলেন জো ক্লার্ক। ৭ চারে ২২ বলে ৪০ রান করা এই ব্যাটার উইকেটের পেছনে ক্যাচ দেন মাহেদী হাসানের বলে। ভিক্টোরিয়াও অলআউট হয় দ্রুত। রংপুরের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন হারম্রিত সিং।