মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ৩০ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

খেলা

বিশ্বকাপ নিশ্চিত করলো আফগানিস্তান

 প্রকাশিত: ২১:৩৪, ২৮ নভেম্বর ২০২২

বিশ্বকাপ নিশ্চিত করলো আফগানিস্তান

ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান।

গতরাতে শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তানের সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যায়। ম্যাচ থেকে অর্ধেক পয়েন্ট পেয়ে সপ্তম দল হিসেবে পরের ওয়ানডে বিশ^কাপ নিশ্চিত করে  আফগানরা। ১৪ ম্যাচে ১১৫ পয়েন্ট তাদের।

আফগানিস্তানের আগে স্বাগতিক ভারত ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও পাকিস্তান।

সুপার লিগ থেকে স্বাগতিক ভারতসহ মোট ৮টি দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে। অষ্টম দল হিসেবে বিশ^কাপে খেলার দ্ৗেড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার।