চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা
চট্টগ্রাম মহানগর পুলিশ ৩৩০ ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদেরকে নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শনিবার বিকালে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি।
নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীদের বহিষ্কার এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।”
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এতে বলা হয়েছে।
৪০ নম্বর ধারায় বলা হয়েছে, দুষ্কৃতকারী গোষ্ঠী বা একদল ব্যক্তির সংঘবদ্ধ চলাচল বা শিবির করে অবস্থান যদি বিপদ বা আতঙ্ক সৃষ্টি করে বা করার শঙ্কা রয়েছে, অথবা তাদের সদস্যরা অবৈধ অভিপ্রায় পোষণ করছে বলে পুলিশ কমিশনারের কাছে প্রতীয়মান হলে তখন তিনি সহিংসতা ও আতঙ্ক প্রতিরোধে সংশ্লিষ্টদের নগর থেকে অপসারণ, প্রবেশে বারণ ও অবস্থান না করার নির্দেশ দিতে পারেন।
৪১ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির চলাফেরা বা কার্যকলাপ অন্য কোনো ব্যক্তি বা কোনো সম্পত্তির প্রতি আতঙ্ক, বিপদ বা ক্ষতি সৃষ্টি করছে বা করার শঙ্কা রয়েছে; অথবা
ওই ব্যক্তি বলপ্রয়োগ বা সহিংসতা সংশ্লিষ্ট কোনো অপরাধ সংঘটনে লিপ্ত রয়েছে বা লিপ্ত হতে যাচ্ছে, অথবা দণ্ডবিধির শাস্তিযোগ্য কোনো অপরাধে কিংবা অপরাধ প্ররোচনায় জড়িত রয়েছে; তাহলে পুলিশ কমিশনার লিখিত আদেশের মাধ্যমে ওই ব্যক্তিকে নগর থেকে অপসারণ, প্রবেশে বারণ বা পুনরায় প্রত্যাবর্তন না করতে নির্দেশ দিতে পারেন।
৪৩ নম্বর ধারায় বলা হয়েছে, ৪০, ৪১ ধারার অধীনে কোনো আদেশে যদি কোনো ব্যক্তিকে মহানগর এলাকায় প্রবেশ না করতে বা প্রত্যাবর্তন না করতে নির্দেশ দেওয়া হয়, তবে ওই আদেশ নির্ধারিত সময়কাল পর্যন্ত (অনধিক দুই বছর) কার্যকর থাকবে।