সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৯ রজব ১৪৪৭

ব্রেকিং

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে। গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি। তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

জাতীয়

তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

 প্রকাশিত: ২৩:০৫, ২৮ ডিসেম্বর ২০২৫

তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধ গুলি পরিবর্তনের প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের শ্রেষ্ঠ বীরযোদ্ধা শরীফ ওসমান হাদির স্মরণে আমার বক্তব্য আমি উৎসর্গ করছি। উৎসর্গ করছি সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের দুইজন বীরযোদ্ধাকে, ১১ জন নারীকে, যারা প্রাণ দিয়েছে চব্বিশের যুদ্ধে। তাদের বীরত্বে, আত্মত্যাগে দ্বিতীয়বার সুযোগ পেয়েছি দেশটিকে পুনর্গঠনের জন্য-উল্লেখ করে উপদেষ্টা বলেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধগুলো পরিবর্তনের প্রধান শক্তি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে নারীপুরুষকে সমানভাবে এগিয়ে চলতে হবে। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

উপদেষ্টা বলেন, ২০২৪ সালে জুলাই মাসে যখন আমাদের তরুণ সমাজ রাজপথে নেমেছিল কেবল প্রতিবাদের ভাষা হিসেবে নয়, বরং সমান মর্যাদা, ন্যায় ও ন্যায্য অধিকারের দাবিতে। সেই সময় আমরা প্রত্যক্ষ করেছি তরুণ চোখে নির্ভীক স্বপ্ন, কণ্ঠে অটল সত্য এবং এক অনমনীয় দৃঢ়তা, যা একটি ক্লান্ত জাতিকে পুনরায় আত্মবিশ্বাসের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।

তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা অনেকেই প্রথমবারের মতো গ্র্যাজুয়েট পরিচয়ে নিজেদের উপস্থাপন করছেন। এই পরিচয়ের সঙ্গে অবধারিতভাবে যুক্ত হয়েছে দায়িত্ব, মূল্যবোধ ও নেতৃত্বের প্রত্যাশা। সমাজে নারী নির্যাতন প্রতিরোধ, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ, সমাজে দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা-এই মূল্যবোধগুলো আপনাদের প্রকৃত পরিচয় নির্মাণ করবে বলে তিনি উল্লেখ করেন।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তক হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ-সুবিধা নয়, বরং পরিবার, সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার।

তিনি বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না-মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবর্তনে স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ বছর ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।