সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৫ ১৪৩২, ০৯ রজব ১৪৪৭

জাতীয়

আজ মনোনয়ন জমার শেষ দিন

 প্রকাশিত: ১৩:০০, ২৯ ডিসেম্বর ২০২৫

আজ মনোনয়ন জমার শেষ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে প্রার্থী অথবা তার প্রস্তাবক বা সমর্থক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রোববার পর্যন্ত মোট ৩১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷ আর জমা দিয়েছেন ১৬৬ জন।

আইন অনুযায়ী, দলীয় প্রার্থীদের হলফনামাসহ দলীয় প্রত্যায়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জমা দিতে হবে ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকা। তবে অতীতে সংসদ সদস্য নির্বাচিত হলে সমর্থনের তালিকা লাগবে না। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। করা যাবে না মিছিল বা শোডাউন।

একজন নির্বাচন কমিশনার এ বিষয়ে বলেন, শেষদিনে এসে যদি বড় দলগুলো ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য তারিখ পরিবর্তন চায়, সেটা বিবেচনা করা হতে পারে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 

আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।