নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি
কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির দিনে ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনেসহ কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে।
সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত চারটি জায়গায় ককটেল হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া ঢাকার দুইটি জায়গায় যাত্রীবাহী বাস আগুন লাগিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে।
এদিন প্রথম হামলার ঘটনাটি ঘটে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানিয়েছেন ভোর পৌনে ৪টার দিকে ব্যাংকের সামনে হাতবোমা ছুড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি।
তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি একটি বাইকে করে দুইজন এসে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল ছুড়ে চলে যায়। আমরা ছবি পেয়েছি, তাদেরকে শনাক্ত করতে আমরা কাজ করছি।”
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল ৭টা ১০ মিনিটের দিকে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ককটেল দুইটির একটি ‘প্রবর্তনার’ ভেতরে এবং আরেকটি বাইরে বিস্ফোরিত হয়। একটি মোটরসাইকেলে আসা দুইজন আরোহী ককটেল ছুঁড়ে মারে এমন তথ্য পাওয়া গেছে।”
পুলিশ ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তদন্তে নেমেছে বলে জানিয়েছেন ওসি কাজী রফিক আহমেদ।
এছাড়া ধানমন্ডির ২৭ নম্বরে রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি ৯/এ ইবনেসিনা হাসপাতালের সামনে সকাল ৭টার দিকে ককটেল ফাটানো হয় বলে ধানমন্ডি থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন।
এই হামলাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।
এছাড়া ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয় হয় বলে জানিয়ে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার।
এদিকে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আওয়ামী লীগের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।