রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

রাজনীতি

জামালগঞ্জে খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত

 প্রকাশিত: ১২:০৬, ১২ অক্টোবর ২০২৫

জামালগঞ্জে খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন বেহেলী ইউনিয়ন শাখার উদ্যোগে সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী'র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে বেহেলী বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও সুনামগঞ্জ -১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী।

 

ইউনিয়ন সভাপতি হাফিজ মো. তোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,পতিত স্বৈরাচার ও দোসরদের বিচারকার্য দৃশ্যমান করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

 

পথসভায় সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক সমাজের অন্যায় - অবিচার, দুর্নীতি-দুঃশ্বাসন দূর করে সার্বিক উন্নয়নকল্পে ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ফজর আলীর পক্ষে পাড়া-মহল্লায় বলিষ্ঠ ভূমিকা রাখতে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

 

জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আলীম উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাছান নাঈম প্রমূখ।