ভৈরব থেকে সিলেটের পথে বিএনপির রোডমার্চ শুরু

কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেটের দিকে রোডমার্চ শুরু করেছে বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে সম্প্রতি দেওয়া ১২ দিনের কর্মসূচির অংশ এটি।
আজ সকাল ১১টা ২০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ড থেকে এই রোডমার্চ শুরু হয়। শুরুতে হয় উদ্বোধনী সমাবেশ।
উদ্বোধনী সমাবেশে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনসহ আরও
কয়েকজন।
ভৈরব থেকে শুরু করে আশুগঞ্জ হয়ে এই রোডমার্চ সিলেটের দিকে যাবে। মাঝে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৩টি পথসভা হবে।
শেষে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষ হবে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
গত ১৮ সেপ্টম্বর পরের ১৫ দিনে ১২ দিনের কর্মসূচি দেয় বিএনপি। এই কর্মূচির মধ্যে আছে ঢাকাসহ ৫ বিভাগে রোডমার্চ। থাকছে ৬টি জনসমাবেশ। আরও থাকছে ২টি কনভেনশন, আইনজীবীদের কর্মসূচি। একটি দোয়া মাহফিলও থাকবে।
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংসদের বিলুপ্তি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শুরু হয় এই কর্মসূচি। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এই ১৫ দিনের মধ্যে তিনদিন কোনও কর্মসূচি রাখা হয়নি।
১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ ছিল। এরপর আজ ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ-মৌলভীবাজার- সিলেটের এই রোডমার্চ।
২২ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির কামনায় বাদ জুমা সারা দেশের সব পর্যায়ে জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এর পর ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালীতে হবে রোডমার্চ। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও আমিন বাজারে হবে সমাবেশ।
২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে হবে রোড মার্চ। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জন সমাবেশ হবে। ২৯ সেপ্টেম্বর হবে ঢাকায় মহিলা সমাবেশ। ৩০ সেপ্টেম্বর ঢাকায় হবে শ্রমজীবী কনভেনশন।
এর পর ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোড মার্চ হবে। ২ অক্টোবর ঢাকায় হবে কৃষক সমাবেশ। ৩ অক্টোবর কুমিল্লা- ফেনী-মিরসরাই- চট্টগ্রামে রোড মার্চ দিয়ে শেষ হবে এই ১২ দিনের কর্মসূচি।