শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নড়াইলের ২টি আসন উপহার দিতে কাজ করবো: এমপি মাশরাফী

 প্রকাশিত: ১০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীকে নড়াইলের ২টি আসন উপহার দিতে কাজ করবো: এমপি মাশরাফী

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, নড়াইলের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। ইতিহাস ঘাটলে দেখা যাবে নড়াইলের আসন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী সবচেয়ে বেশিসর্বদা দায়িত্ব রেখেছেন । আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীকে নড়াইলের আসনটা উপহার দিতে সবাই একত্র হয়ে কাজ করবো।

শনিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

এমপি মাশরাফী বলেন, বিএনপি-জামায়াত কী করলো তা না ভেবে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আমাদের নেত্রীর হাতকে আরো মজবুত করার দিকে মনোযোগ দেব। অন্যদের কথা না ভেবে নিজেদের জয়ের জন্য সুদৃঢ় হয়ে কাজ করবো। জয়ের আনন্দ সব সময় প্রশান্তি এনে দেয়।

শান্তি সমাবেশে আসা আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণের উদ্দেশে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, আপনারা বিশ্বাস করুন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলের সর্বস্তরের জনগণকে ভালোবাসেন। আপনাদের সুনজরে দেখেন। আমি ভোরে রওনা দিয়ে এখানে এসেছি, আপনাদের সামনে কথা বলছি। আবার ঢাকায় ফিরে টিম মিটিংয়ে অংশ নেব ইনশাআল্লাহ। আমাদের এই নড়াইলের যাতায়াত ব্যবস্থা সুগম হয়েছে পদ্ম সেতু, মধুমতি সেতুর কারণে। এসব উন্নয়নের একমাত্র কারিগর আমাদের প্রধানমন্ত্রী। আমরা সবাই তার কর্মী।

তিনি আরো বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। কাল হয়তো আমার জায়গায় অন্য কেউ সুযোগ পাবে। নমিনেশন কে পেল সেটা মুখ্য বিষয় নয়, আমাদের সবার উদ্দেশ্য নৌকাকে বিজয়ী করা।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক বলেন, আমি চার বছরে আপনাদের সেবা করার চেষ্টা করেছি মাত্র। কাজ কতটুকু করতে পেরেছি তা আপনাদেরই সামনে। তবে সততা ও নিষ্ঠার সঙ্গে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আপনাদের যা অভিযোগ আছে আমাকে বলবেন, আমি সমাধানের চেষ্টা করব।

অনলাইন নিউজ পোর্টাল ২৪