বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

মান্নত: আমি আল্লাহর জন্য একটি গরু জবাই করব

 প্রকাশিত: ২১:২০, ৮ জানুয়ারি ২০২৩

মান্নত: আমি আল্লাহর জন্য একটি গরু জবাই করব

১৩৮৬. প্রশ্ন
জনৈক ব্যক্তি তার ছেলের কল্যাণের জন্য মান্নত করল এই বলে যে, ‘আমি আল্লাহর জন্য একটি গরু জবাই করব।’ জানতে চাই, এই কথা বলার দ্বারা তার উপর গরু জবাই করা ওয়াজিব হবে কি?

উত্তর:
‘আল্লাহর জন্য গরু জবাই করব’ এ কথার দ্বারা যেহেতু সাধারণত জবাইকৃত গরুর গোশত সদকা করাই উদ্দেশ্য হয়ে থাকে তাই এ কথা বললে তা মান্নত হয়ে যায়। অতএব উক্ত মান্নত পুরা করা জরুরি।

-ফাতহুল কাদীর ৪/৩৭৫; রদ্দুল মুহতার ৩/৭৪০; ইমদাদুল ফাতাওয়া ২/৫৫৭

আলকাউসার

মন্তব্য করুন: