শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পকে নিজের নোবেল দিলেন মাচাদো ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

মিরাজের তাৎপর্য: ২য় পর্ব

 প্রকাশিত: ১৪:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২

মিরাজের তাৎপর্য: ২য় পর্ব

দ্বিতীয় তাৎপর্য: দুনিয়ার সকল নাস্তিকদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য।
নবি সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বচক্ষে জান্নাত-জাহান্নাম দেখে এসেছেন। যাতে কেউ এ কথা বলতে না পারে এবং সন্দেহ করতে না পারে যে, ঈমানের কথা আমরা যা কিছু শুনি যেমন: আল-াহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে এসব কিছু আসলে আছে কিনা? কারণ এগুলো তো কেউ কোন দিন দেখেনি! এখন আর এরকম সন্দেহ করার অবকাশ নেই। কারণ এগুলো আছে তা এমন একজন দেখে এসে বলেছেন, যাকে দুনিয়ার কেউ মিথ্যাবাদী বলতে পারে নি। ঘোর শত্র“ পর্যন্ত যাকে মিথ্যুক বলতে পারে নি। আমার আপনার মতো লক্ষ মানুষকে যদি দেখানো হত, আর আমরা দেখে এসে বলতাম, তবও মানুষ অস্বীকার করতে পারত যে, হয়তো পরিকল্পিতভাবে এরা মিথ্যা বলছে। কিন্তু এমন একজনকে দেখানো হয়েছে, যাকে কেউ মিথ্যুক বলতে পারবে না। আমার আপনার দেখার চেয়ে, লক্ষ কোটি মানুষের দেখার চেয়ে নবির পক্ষে একা দেখার বিশ্বাসযোগ্যতা অনেক বেশী। সুতরাং বর্তমান দুনিয়ার কোন নাস্তিক-বেঈমান যেন এ কথা বলতে না পারে যে, যেই জান্নাত-জাহান্নাম দেখা যায় না, যেই আল¬াহ দেখা যায় না তা বিশ্বাস করিনা। কারণ এসব নাস্তিক-বেঈমানের গড ফাদার আবু জেহেল, ওতবা, শাইবা, মুগীরারা আমাদের বিশ্বনবিকে আল-আমীন বা বিশ্বাসী উপাধী দিয়েছে। এখন এ যুগের টেবলেট মার্কা নাস্তিক-বেঈমানরা বিশ্বনবিকে মিথ্যুক বলার এক চুল পরিমাণও সুযোগ নেই। তাহলে সহজ কথা হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল নাস্তিক-বেঈমানদেরকে এ কথা বুঝিয়ে দিলেন কোন মুসলমান অন্ধ বিশ্বাসী নয়, বরং নাস্তিক-বেঈমানরাই অন্ধ বিশ্বাসী, কারণ তারা নিজের পিতা-মাতার বিয়ে না দেখে অন্ধ বিশ্বসী। অথচ কোন মুসলমান জান্নাত-জাহান্নাম, এবং আল্লাহকে দেখে বিশ্বাস করে। তারা না দেখে অন্ধ বিশ্বাসী নয়।