শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

 প্রকাশিত: ২০:১৫, ২৭ জুন ২০২১

প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

হোয়াইট হাউজ ছাড়ার পর এই প্রথমবারের মতো প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় ফিরে আবার তিনি গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার ক্ষোভ প্রকাশ করলেন। নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে সমর্থকদের বললেন, আগামী বছর রিপাবলিকান পার্টিকে কংগ্রেসে সংখ্যাধিক্য অর্জনে কাজ করতে।

শনিবার ওহাইও অঙ্গরাজ্যে সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প। এদিন সমাবেশে ট্রাম্প উপস্থিত হন মূলত ম্যাক্স মিলারকে সমর্থন করতে। হোয়াইট হাউজে মিলার ছিলেন ট্রাম্পের সহকর্মী। মিলার মূলত কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্থনি গঞ্জালেজের আসনকে চ্যালেঞ্জ করছেন।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে যে ১০ জন রিপাবলিকান প্রতিনিধি সদস্য ভোট দিয়েছিলেন তার মধ্যে গঞ্জালেজ একজন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন।

ওহাইওতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আবার প্রতিনিধি পরিষদে সংখ্যাধিক্য অর্জন করব, আবার সিনেটে সংখ্যাধিক্য অর্জন করব, আবার আমেরিকা শাসনের দায়িত্বভার নেব। আর এটা খুব দ্রুতই হবে।

রিপাবলিকান দলের যে ১০ জন প্রতিনিধি সদস্য ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে ৯ জন ইতোমধ্যে প্রাথমিক চ্যালেঞ্জ পেয়েছেন। যারা এই চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের সবাইকে ট্রাম্প সমর্থন করবেন বলে ঘোষণা দিয়েছেন। বাকি একজনকে যিনি চ্যালেঞ্জ করবেন তাকেও ট্রাম্প সমর্থন করবেন বলে জানিয়েছেন।

ম্যাক্স মিলারের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি মিলারকে অবিশ্বাস্য দেশ প্রেমিক ও মহান ব্যক্তি বলে উল্লেখ করেছেন। প্রায় ৯০ মিনিট সময় ধরে দেয়া ভাষণের বেশিরভাগ সময় ধরে ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কথা বলেন ট্রাম্প। তার দাবি, তিনি এই নির্বাচনে জিতেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ তারা পাননি।

ট্রাম্প বলেন, এটি শতাব্দীর সেরা কলঙ্ক। এটি শতাব্দীর সেরা অপরাধ। ২০২০ সালের এই নির্বাচনে কারচুপি হয়েছিল। আমরা এই নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিলাম।

অনলাইন নিউজ পোর্টাল