সোমবার ২৪ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১০ ১৪৩২, ০৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সমাপ্ত রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১৭ ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩ হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ রিটার্ন জমার সময় বাড়ল একমাস ভূমিকম্প: ঢাবির বিভিন্ন হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন শুরু ভূমিকম্প: গ্যাস অনুসন্ধান ৪৮ ঘণ্টা বন্ধ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ১৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে গাজায় ‘হামাসের ৫ শীর্ষ সন্ত্রাসী’ নিহত: নেতানিয়াহুর কার্যালয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ এক বাংলাদেশি নিহত পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক ভূমিকম্প: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় নিহত ২০

আন্তর্জাতিক

ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি

 প্রকাশিত: ১৪:৩৪, ২৪ নভেম্বর ২০২৫

ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি

নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখনও বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘ফ্যাসিস্ট’।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ ও হাস্যোজ্জ্বল এক বৈঠকের পরও তিনি এ ধারণাই পোষণ করেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা আমি এর আগেও বলেছি, আজও বলছি।’

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ট্রাম্প ও মামদানির এই বৈঠককে গত কয়েক মাসের তীব্র রাজনৈতিক বাকযুদ্ধের পর তাদের মধ্যে উল্লেখযোগ্য এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

বৈঠককালে দুই পক্ষই শহরের ভবিষ্যৎ নিয়ে সহযোগিতার অঙ্গীকার করেন।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সামনে মামদানির সঙ্গে সৌহাদ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করেন। 

এক সময় ট্রাম্প উগান্ডায় জন্ম নেওয়া এই নিউ ইয়র্কের মেয়রকে দেশ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন। 

এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেন, তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? 
প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেন।

তিনি বলেন, ‘ঠিক আছে, আপনি এটা বলতে পারেন। এতে কোনো সমস্যা নেই।’

রোববার এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমি প্রশংসা করি যে আমাদের আলোচনায় আমরা মতভেদের জায়গাগুলো এড়িয়ে যাইনি। বৈঠককালে আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট ছিল।’

তিনি আরও বলেন, ‘আবাসন ব্যয়, শিশু যত্নের ব্যয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম—এগুলোই ছিল আমাদের প্রচারণার মূল বিষয় এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও আমরা বারবার এই বিষয়গুলোতেই ফিরে গেছি।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কমানোর হুমকি ও শহরটিতে ন্যাশনাল গার্ড পাঠানোর পর, হোয়াইট হাউসে ট্রাম্প নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির ঐতিহাসিক বিজয়ের প্রশংসা করেন এবং বলেন, ‘তিনি (মামদানি) দারুণ কাজ করতে পারেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাকে সাহায্য করব, যাতে সবার স্বপ্ন পূরণ হয় এবং একটি শক্তিশালী ও নিরাপদ নিউ ইয়র্ক গড়ে ওঠে।’