সোমবার ২৪ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১০ ১৪৩২, ০৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সমাপ্ত রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১৭ ট্রাম্প একজন ফ্যাসিস্ট: মামদানি পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩ হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ রিটার্ন জমার সময় বাড়ল একমাস ভূমিকম্প: ঢাবির বিভিন্ন হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন শুরু ভূমিকম্প: গ্যাস অনুসন্ধান ৪৮ ঘণ্টা বন্ধ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ১৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে গাজায় ‘হামাসের ৫ শীর্ষ সন্ত্রাসী’ নিহত: নেতানিয়াহুর কার্যালয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ এক বাংলাদেশি নিহত পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক ভূমিকম্প: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় নিহত ২০

আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩

 আপডেট: ১৪:৩২, ২৪ নভেম্বর ২০২৫

পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩

পেশোয়ার নগরীর সীমান্ত বাহিনীর সদর দফতরে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন পাকিস্তানি আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। পুলিশ এএফপিকে এ তথ্য জানায়।

পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সাইদ বলেন, ‘গেটে মোতায়েন তিনজন এফসি (ফেডারেল কনস্টাবুলারি) সদস্য শহীদ ও আরও চারজন আহত হয়েছেন। তিনি আরো বলেন, একজন হামলাকারী বিস্ফোরণ ঘটায় ও অন্য দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে নগরীর ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি সদর রোডে অবস্থিত প্রাঙ্গণে ভিড়ের সময় এই হামলা চালানো হয়।

এএফপি প্রতিবেদক প্রধান ফটকের বাইরে একজন সন্দেহভাজন বোমা হামলাকারীর  ক্ষতবিক্ষত দেহের খন্ডাংশ পড়ে থাকতে দেখেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান জুলফিকার হামিদ এএফপিকে বলেন, ‘হামলা শেষ হয়েছে, কোনো অবিস্ফোরিত বোমা আছে কিনা তা নির্ধারণের জন্য একটি পরিষ্কার অভিযান চলছে।’

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী ও দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যা ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে তীব্র আকার ধারণ করেছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আরো বেশি প্রাণহানি এড়াতে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন।

শরিফ বলেন, এই ঘটনার অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত।

‘পাকিস্তানের অখণ্ডতার ওপর হামলাকারি সন্ত্রাসীদের দুষ্ট পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেব।’