মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে

 প্রকাশিত: ১৪:০৬, ১১ নভেম্বর ২০২৫

দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে

ভারতের রাজধানী দিল্লিতে প্রাণঘাতী গাড়ি বিস্ফোরণের তদন্ত ‘সন্ত্রাসবাদ’ মোকাবেলায় ব্যবহার করা একটি কঠোর আইনের অধীনে শুরু করেছে দেশটির পুলিশ; খবর ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর।

এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে বলে মঙ্গলবার টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই আইনটি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন নামে পরিচিত। এটি ভারতের প্রধান সন্ত্রাসবিরোধী আইন। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টিকারী তৎপরতা এবং ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডের তদন্ত ও বিচার করতে এ আইনটি ব্যবহার করা হয়।

রয়টার্স জানিয়েছে, তারা এসব খবর তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে এই বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২০ জন আহত হন।

রয়টার্স লিখেছে, অত্যন্ত কড়া প্রহরাধীনে থাকা রাজধানী শহরটিতে এটি একটি বিরল বিস্ফোরণের ঘটনা। এ ঘটনার জেরে দেশটির বেশ কয়েকটি রাজ্য ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানান, ‘সবগুলো দিক’ বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে আর নিরাপত্তা সংস্থাগুলো শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছবে।

পুলিশ জানিয়েছে, ধীর গতিতে চলা একটি গাড়ি এক ট্র্যাফিক সিগন্যালে গিয়ে থামার পর সন্ধ্যা ৭টার কিছু আগে বিস্ফোরণটি ঘটে। এতে আশপাশের অন্তত ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

লাল কেল্লার কাছে পুরান দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে ব্যস্ত সড়কে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর নিহতদের ছিন্নভিন্ন দেহ ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর টুকরোটাকরা ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে থাকে।

ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পুলিশ এ বিস্ফোরণের কারণ এখনও শনাক্ত করতে পারেনি। তারা ঘটনাস্থলের আশপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে শুরু করেছে। এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তাও নিশ্চিত হতে পারেনি তারা।

পুলিশের সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটি লাল কেল্লার নিকটবর্তী সুনহেরি মসজিদের কাছে একটি পার্কিংয়ে প্রায় তিন ঘণ্টা ছিল। স্থানীয় সময় দুপুর ৩টা ১৯ মিনিটে পার্কিংয়ে প্রবেশ করে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাদা রঙের ওই ‘হুন্দাই আই২০’ গাড়িটি পার্কিং থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ৬টা ৫২ মিনিটে লাল কেল্লার কাছে ট্র্যাফিক সিগন্যালে গিয়ে থামার পর বিস্ফোরণ ঘটে।

দিল্লি পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, ফুটেজ বিশ্লেষণ থেকে পুলিশের প্রাথমিক অনুমান গাড়িটিতে একজন আরোহীই ছিলেন আর তিনিই গাড়ি চালাচ্ছিলেন। নিহত এই ব্যক্তিকে ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।