শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে মিলবোর্ন সিটি: মেয়র, কাউন্সিলম্যান হচ্ছেন ৩ বাংলাদেশি মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৪:৫৮, ১ নভেম্বর ২০২৫

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ।

শনিবার সকালে শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি লিখেছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল ভিড় জমায় ঘটে এ দুর্ঘটনা।

মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি করছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত নারীকে প্রবল কান্না করতে দেখা যায়।

অজ্ঞান হয়ে পড়া বেশ কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাকর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদদলনের ঘটনায় নয়জনের মৃত্যুর তথ্য জানিয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল এস আবদুল নাজির। তিনি জেলা প্রশাসনকে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বর্ণনা করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, “শ্রীকাকুলামের কাশিবুগ্গা’র ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের এ ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে। মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।

“মৃতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ শোক প্রকাশ করে বলেছেন, “এই একাদশীর দিনে আমরা গভীর শোকে নিমজ্জিত। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই।

“পদদলনের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং আক্রান্তদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।”