শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

ইসলাম

ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের

 প্রকাশিত: ১৬:২৩, ১ নভেম্বর ২০২৫

ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের

দেশের জন্য কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে আসন্ন বহু-জাতিক ক্রীড়া (মাল্টি ন্যাশনাল স্পোর্টস) কার্নিভাল ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ভালো করতে চান বাংলাদেশের ক্রীড়াবিদরা। সৌদি আরবের রিয়াদে আগামী ৭-২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ষষ্ঠ ইসলামিক গেমস। 

বিশ্বের ৫৭টি দেশের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ এই বহু-জাতিক উৎসবে অংশ নিচ্ছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (আইওসি) সদস্য দেশগুলোর অভিজাত ক্রীড়াবিদরা অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, কুস্তিসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। ২০০৫ সালে সৌদি আরবে এই গেমসের প্রথম আসর অনুষ্ঠিত করেছিল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের চিফ দ্য মিশন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির জানান, ‘বাংলাদেশের ক্রীড়াবিদরা গেমসের জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন এবং আমরা আশা করছি, তারা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন।’

তিনি জানান, বাংলাদেশ থেকে মোট ৩৬ জন ক্রীড়াবিদ ১০টি ডিসিপ্লিনে অংশ নেবেন। ইভেন্টগুলো হচ্ছে- অ্যাথলেটিকস, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, জুডো এবং তায়কোয়ানদো।

৮ নভেম্বর জুডো, টেবিল টেনিস, ভারোত্তোলন এবং সাঁতার ইভেন্ট দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

চিফ দ্য মিশন আরও জানান, পূর্ববর্তী ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ শুটিংয়ে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ, আর্চারিতে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তবে এবারের আসরে শুটিং ও আর্চারি অন্তর্ভুক্ত নেই।

তিনি বলেন, অংশগ্রহণকারী আমাদের সবগুলো দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং সবাই তাদের সেরা পারফরম্যান্স দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।

৩৬ জন ক্রীড়াবিদদের সাথে কোচ, ম্যানেজার এবং দলের কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা রিয়াদে যাবেন।

এসএ গেমসের স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তার সীমান্ত এবং উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদি উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন।

অংশগ্রহণকারী ক্রীড়াবিদ এবং দলের কর্মকর্তারা ৫ নভেম্বর রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন এবং খেলা শেষে দেশে ফিরে আসবেন।