শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে মিলবোর্ন সিটি: মেয়র, কাউন্সিলম্যান হচ্ছেন ৩ বাংলাদেশি মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আন্তর্জাতিক

মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের

 প্রকাশিত: ১৪:২৮, ১ নভেম্বর ২০২৫

মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে কলম্বিয়ায় তাদের শান্তিরক্ষা কার্যক্রম সীমিত করার পক্ষে ভোট দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নীতির সমালোচনা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে, যেখানে ১২টি দেশ এর পক্ষে এবং দুটি দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।  গৃহীত প্রস্তাবে জাতিসংঘ কলোম্বিয়ায় তাদের মিশনের মেয়াদ আরও এক বছর বাড়াবে। তবে সেখানে জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার সাথে সম্পর্কিত ধারাগুলো হ্রাস করা হবে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই হ্রাস প্রচেষ্টার প্রশংসা করেছেন, তবে প্রস্তাবটির প্রতি সরাসরি সমর্থন জানানো থেকে বিরত ছিলেন।

ওয়াল্টজ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো কলোম্বিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে গুরুতর সংশয় পোষণ করছে, যার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের শাস্তিমুক্ত থাকার ঝুঁকি।’

সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোসের সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এফএআরসি’র মধ্যে যুদ্ধবিরতির পর জাতিসংঘের এই মিশন গঠিত হয়েছিল। এর মূল কাজ ছিল শান্তিচুক্তির বাস্তবায়ন তদারকি করা, যার আওতায় হাজার হাজার গেরিলার নিরস্ত্রীকরণের ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে শুক্রবার, জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে ক্যারিবীয় অঞ্চলে জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানায়, যেখানে অন্তত ৬২ জন নিহত হয়েছে এমন নৌযানে, যেগুলোকে ওয়াশিংটন মাদক পাচারের কাজে ব্যবহৃত বলে অভিযোগ করেছে।

পেত্রো এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘জাতিসংঘ আমার কথাই পুনরাবৃত্তি করেছে: ক্যারিবীয় অঞ্চলে এই হামলাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে।’