রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ৩টি অজ্ঞাত লাশের সন্ধান ইসরাইলের
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এর মাধ্যমে গাজা উপত্যকা থেকে তিনটি অজ্ঞাত মৃতদেহ পেয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে এই লাশগুলো জিম্মিদের কিনা, সে ব্যাপারে তারা নিশ্চিত নয়।
ইসরাইলি সামরিক সূত্র শুক্রবার বলেছে, ‘আমরা এখনও জানি না যে ফেরত পাঠানো লাশগুলো জিম্মিদের কি-না।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি কর্তৃপক্ষ রেডক্রস থেকে তিনটি লাশ পেয়েছে বলে পূর্ববর্তী প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্রটি আরো বলেছে, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, আমরা মনে করি না যে এগুলো জিম্মিদের লাশ। আমরা পরিচয় নিশ্চিত করার জন্য লাশগুলোকে ফরেনসিক গবেষণাগারে স্থানান্তর করেছি।
শুক্রবারের শুরুতে আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, তাদের দলগুলো ‘আজ রাতে তিনটি লাশ ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এটি দু’পক্ষের (হামাস ও ইসরাইল) অনুরোধে এবং তাদের সম্মতিতে করা হয়েছে।’
ইসরাইলের সঙ্গে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস যে ২৮ জন নিহত জিম্মির লাশ হস্তান্তর করতে সম্মত হয়েছিল, তাদের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠীটি এখন পর্যন্ত ১৭ জনের লাশ ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়া লাশগুলোর মধ্যে শুক্রবারের লাশ তিনটি অন্তর্ভুক্ত নয়।
চলতি মাসের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে, হামাস তাদের হেফাজতে থাকা ২০ জন জীবিত বন্দীকে ফিরিয়ে দিয়েছে এবং মৃত জিম্মিদের লাশগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
হামাস দ্রুত সময়ে লাশগুলো ফিরিয়ে দিচ্ছে না বলে ইসরাইল হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অভিযোগ করেছে।
তবে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলছে, গাজার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া লাশগুলো খুঁজে পেতে সময় লাগবে।