শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার চার্জশিট দ্রুতই দেওয়া হবে: র‌্যাব সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে

খেলা

বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

 প্রকাশিত: ১৬:১৬, ১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ পরিত্যক্ত হয়েছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে মাঠেই নামতে পারেনি দু’দল। ফলে টস ছাড়াই ম্যাচটি বাতিল হয়ে যায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে গত সোমবার বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৫ রানে হারায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রান করে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটার উজাইরুল্লাহ নিয়াজাই ১৬টি চার ও ১টি ছক্কায় ১৩৭ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

১০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ইকবাল হোসেন ইমন।

জবাবে কালাম সিদ্দিকির সেঞ্চুরিতে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করে বাংলাদেশ। এরপর আলোকস্বল্পতায় ম্যাচের ইতি টানেন দুই অনফিল্ড আম্পায়ার। এসময় বৃষ্টি আইনে ৫ রানে এগিয়ে ছিল বাংলাদেশ।

১১টি চারে ১০১ রান করেন কালাম। এছাড়া রিজান হোসেন ৭৫ ও রিফাত বেগ ২৬ রান করেন।

আগামী ৩, ৬ ও ৯ নভেম্বর সিরিজের শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে।