রোববার যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ
জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসা ইবতেদায়ি শিক্ষকরা আগামীকাল রোববার (২ নভেম্বর) প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন।
শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
রোববার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে শিক্ষকরা জানান, শনিবারের মধ্যে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হলে রোববার আমরা যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি করতে বাধ্য হবো। কারণ, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শিক্ষকরা মাদরাসায় শিক্ষার্থীদের পাঠদান করান; কিন্তু বেতন পান না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন; ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি; স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।