শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে মিলবোর্ন সিটি: মেয়র, কাউন্সিলম্যান হচ্ছেন ৩ বাংলাদেশি মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আন্তর্জাতিক

জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

 প্রকাশিত: ১১:১৮, ১ নভেম্বর ২০২৫

জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি একথা বললেন।

এটি গত মাসের প্রথমদিকে করা তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা।

যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে।

শুক্রবার ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার কথা বিবেচনা করছেন গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনগুলো সত্য কি না। উত্তরে ট্রাম্প বলেন, “না।”

মায়ামি হেরাল্ডে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় আঘাত হানার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিবন্ধের বক্তব্যের প্রতিবাদ করে যুক্তরাষ্ট্র তেমন কিছু করছে না বলে দাবি করেছেন।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে রুবিও লিখেছেন, “আপনাদের ‘সূত্র ওই পরিস্থিতির বিষয়ে জ্ঞাত’ থাকার দাবি করে প্রতারণার মাধ্যমে আপনাদের দিয়ে একটি ভুয়া গল্প লিখিয়েছে।”

শুক্রবার ভেনেজুয়েলার বিষয়ে ট্রাম্প যে সংক্ষিপ্ত জবাব দিয়েছেন তা গত মাসের প্রথমদিকে অন্তত দুটি উপলক্ষ্যে তার করা মন্তব্যের বিপরীত।

মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি ‘যুদ্ধ ঘোর্ষণার জন্য (কংগ্রেসকে) অনুরোধ করবেন না’।

তখন তিনি বলেছিলেন, “আমি মনে করি আমরা শুধু সেইসব লোককে হত্যা করতে যাচ্ছি যারা আমাদের দেশে মাদক নিয়ে আসে। ওকে? আমরা তাদের হত্যা করতে যাচ্ছি। এখন মাদক স্থল হয়ে আসছে, আপনারা জানেন। স্থল পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে।”

মার্কিন সামরিক বাহিনী সেপ্টেম্বরের প্রথমদিকে থেকে শুরু করে দক্ষিণ ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে তাদের কথিত সন্দেহভাজন মাদক নৌযানগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। মার্কিন বাহিনীর এসব হামলায় এ পর্যন্ত অন্তত ৬২ জন নিহত এবং ১৪টি নৌযান ও একটি প্রায় ডুবোজাহাজ ধ্বংস হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, সন্দেহভাজন মাদক চোরাচালানিদের লক্ষ্যস্থল করে এসব হামলা চালানো হচ্ছে; কিন্তু তারা তাদের দাবির পক্ষে এখন্ও পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক এসব হামলা ও এগুলোতে ‘মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার’ নিন্দা করে মার্কিন পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।