শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে মিলবোর্ন সিটি: মেয়র, কাউন্সিলম্যান হচ্ছেন ৩ বাংলাদেশি মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আন্তর্জাতিক

পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা

 প্রকাশিত: ১৪:১০, ১ নভেম্বর ২০২৫

পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা

পানামা সরকার স্প্যানিশ নির্মাণ প্রতিষ্ঠান সাসির-এর বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি মামলায় জয় পেয়েছে। পানামা খালের সম্প্রসারণ কাজের জন্য কোম্পানিটি পানামার কাছে প্রায় ২.৩ বিলিয়ন ডলার পাওনা দাবি করেছিল।

পানামা সিটি থেকে এএফপি জানায়, স্পেন এবং পানামার মধ্যে থাকা একটি মুক্ত বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে সাসির ২০১৮ সালে পানামার বিরুদ্ধে মামলা করে।

পানামা সরকার এক বিবৃতিতে জানায়, ‘জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য আইন কমিশনের সালিশি নিয়ম অনুযায়ী সাসির এস.এ. নামক কোম্পানির দাখিল করা আন্তর্জাতিক বিনিয়োগ সালিশি মামলায় জয়লাভ করেছে পানামা প্রজাতন্ত্র। ট্রাইব্যুনাল সাসিরের জমা দেওয়া সব দাবি খারিজ করেছে।’

এদিকে, সাসিরকে এই সালিশি মামলার খরচ বাবদ ৬ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক্স-এ দেওয়া এক পোস্টে এই রায়কে ‘একটি বড় অর্জন” বলে উল্লেখ করেন।

সাসির, ইতালির ইমপ্রেজিলো, বেলজিয়ামের জান দে নুল এবং পানামার কনস্ট্রাক্টোরা উরবানা-কে নিয়ে গঠিত ‘গ্রুপো ইউনিদোস পোর এল কানাল’ নামে একটি কনসোর্টিয়ামের অংশ ছিল। তারা ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত পানামা খাল সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করে।

প্রকল্পটির প্রাথমিক বাজেট ছিল ৫.২৫ বিলিয়ন ডলার। কিন্তু সাসির ও খাল কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে খরচ বেড়ে যায় এবং কাজ শেষ হতে দেরি হয়।

এর ফলস্বরূপ, সাসির বিভিন্ন দাবি নিয়ে মামলা দায়ের করে। তবে ওয়াশিংটনের একটি ট্রাইব্যুনাল জানায়, দাবি খারিজ না করলেও তারা সিদ্ধান্ত নিত যে, ‘দাবিগুলো অগ্রহণযোগ্য, কারণ সেগুলো প্রকল্প বাস্তবায়নের চুক্তির ভিত্তিতে করা হয়েছে, পানামা-স্পেন বাণিজ্য চুক্তির ভিত্তিতে নয়।’

পানামা এখন একই ধরনের আরেকটি মামলার মুখোমুখি। এটি করেছে ইতালির কোম্পানি উইবিল্ড, যা আগে ইমপ্রেজিলো নামে পরিচিত ছিল। সেই মামলায় দাবিকৃত অর্থের পরিমাণ জানা যায়নি।

পানামা খালের প্রধান ব্যবহারকারী দেশ হলো যুক্তরাষ্ট্র ও চীন।