কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কোয়ালে কাউন্টিতে ১২ আরোহীসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার বিমানটি কেনিয়ার সমুদ্রতীরবর্তী পর্যটন শহর ডায়ানি থেকে বিখ্যাত ওয়াইল্ডবিস্ট মাইগ্রেশন এলাকার কিচওয়া টেম্বোতে যাচ্ছিল, বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতির বরাতে জানিয়েছে রয়টার্স।
এ ঘটনায় কতোটা ক্ষয়ক্ষতি হয়েছে তা দেশটির সরকারি সংস্থাগুলো নিরূপণ করার চেষ্টা করছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হল, সংস্থাগুলো তাও নির্ধারণ করার চেষ্টা করছে।