মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে রিট মামলা
মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন দুই আইনজীবী।
মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে এই রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন।
জনস্বার্থে এ দুই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তানভীর আহমেদ এবং আব্দুল্লাহ আল মামুন।
পরে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা শুনানি করেছেন। দুইটি রিটই একসঙ্গে হবে। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
আবেদনে কী কী রুল চওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, মৌলিক অধিকার লঙ্ঘন, ব্যবস্থাপনার ত্রুটি, নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং রেলওয়ের বাইরের ব্যক্তি দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন বিষয়ে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে।”
রোববার ফার্মগেইট এলাকায় ফুটপাত দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে হেঁটে যাওয়ার সময় মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে, বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান ৩৫ বছর বয়সী আবুল কালাম আজাদ।
নিহত ব্যক্তির পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। সেই সঙ্গে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এ ঘটনায় রোববার রাতে তার স্ত্রী আইরিন আক্তার পিয়া তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।