বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২০ ১৪৩২, ১৩ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা থেকে ফেরত আসা থাই জিম্মির মরদেহ শনাক্ত

 প্রকাশিত: ১৪:৩৬, ৪ ডিসেম্বর ২০২৫

গাজা থেকে ফেরত আসা থাই জিম্মির মরদেহ শনাক্ত

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ফেরত আসা শেষের দিকের যে দুইজন জিম্মি ছিলেন তাদের মধ্যে দ্বিতীয় জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনি থাইল্যান্ডের নাগরিক।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পরিচয় নিশ্চিত করার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইসরাইলি বাহিনী (আইডিএফ) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সুধথিসাক রিন্থালকের পরিবারকে জানিয়েছেন যে তার মরদেহ ফিরিয়ে আনা হয়েছে।