বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২০ ১৪৩২, ১৩ জমাদিউস সানি ১৪৪৭

জাতীয়

ঘন কুয়াশা-কনকনে ঠান্ডায় স্থবির কুড়িগ্রাম

 প্রকাশিত: ১২:০২, ৪ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশা-কনকনে ঠান্ডায় স্থবির কুড়িগ্রাম

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবনে বিপর্যস্ত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো এলাকা।

টানা চারদিন ধরে কনকনে ঠান্ডা বইছে এ জেলায়। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬ টায় কুড়িগ্রামে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিন ভোরে তীব্র ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর ৬০ বছর বয়সী আজিজ মিয়া বলেন, “কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কি করবো কাম করি তো খাওয়া লাগবে তাই বের হইছি।”

কুড়িগ্রাম সদর উপজেলার পৌর শহরের রিকশা চালক ৫৫ বছর বয়সী দুলাল মিয়া বলেন, “ঠান্ডায় বাড়িত থাকি বের হইছি। কিন্তু ভাড়া নাই।”

৫০ বছর বয়সী আমিনুল ইসলাম নামের আরেক রিকশা চালক বলেন, “লোকজন বাইরে বের হবার না পারলে ভাড়া হইবে কি করে?। এখন পযন্ত একটাও ভাড়া পাইনি। সংসার কিভাবে চলবে চিন্তায় আছি।”

আবহাওয়া কর্মকর্তা সুবল চন্দ্র জানান, “দিনে দিনে শীত আরও প্রকট হচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতা ও ঘনকুয়াশায় দুর্ভোগে পড়েছে মানুষ।”