বুধবার ২৮ জানুয়ারি ২০২৬, মাঘ ১৫ ১৪৩২, ০৯ শা'বান ১৪৪৭

রাজনীতি

জামায়াত ৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল: শফিকুর

 প্রকাশিত: ১১:৫০, ২৮ জানুয়ারি ২০২৬

জামায়াত ৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল: শফিকুর

পাঁচ অগাস্টের আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সবচেয়ে দুঃখ-কষ্ট পাওয়া দল হিসেবে উল্লেখ করেছেন দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেন, “৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পর আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি—এ দেশে সবাই সমান, অধিকারও সমান।”

মঙ্গলবার রাত পৌনে ১০টায় গোপালঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের কলেজ মোড় বাসস্ট্যান্ডে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।’

দেশকে দোষারোপ, তোষামদি, ধোঁকা–মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে বের করে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না। ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না।

“আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।”

মঙ্গলবার রাতের এ পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। নেতা-কর্মীদের পদচারনায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় আইন শৃংখলারক্ষা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ।

সমাবেশের জামায়াতের আমির গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে ১০ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী মাওলানা মো. আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন।

এ সময় জামায়াতের আমির জনতার উদ্দেশে বলেন, “আমি এই তাঁর হাতটি উঁচু করে ধরলাম-আপনারাও তাঁর জন্য লড়বেন।”